ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর দ্বিতীয় জমজ শিশুর জন্ম !The second twin baby was born 39 days after the birth of the first child in Mymensingh!
ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর দ্বিতীয় জমজ শিশুর জন্ম !
.
এই করোনা কালীন সময়ে ঘটেছে এক অবাক ঘটনা। বলছি এক জমজ শিশু জন্মের কথা,ওদের দু'জনে র জন্মের সময়ের ব্যাবধান ৩৯দিন। জমজ শিশু দের জন্মের সাধারন ব্যাবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে৩০মিনিট। বলা হয় ১৫মিনিটের মধ্যে হলে ভালো, না হলে ২য় শিশুর ক্ষতি হওয়ায় সম্ভাবনা বেশি হয়। এখন বিশেষ ঘটনা টা বলি। রোগীর কাছে অনুমতি নিয়ে ই নাম প্রকাশ করছি। মিসেস রীতা ২৮বছর,এসে ছিল গাজীপুর থেকে, বিয়ে হয়েছে সারে তিন বৎসর, এর ই মধ্যে তার সাত মাসের গর্ভকালীন বাচ্চা প্রি টার্ম বেবি হয়ে মারা গেছে।
.
তাই এবার যখন twin pregnancy ধরা পরলো তখন প্রথম থেকে ই তার জন্য অতিরিক্ত সাবধানতা ছিলো, এবং এই জন্য সাড়ে তিন মাসের সময় জরায়ু মুখে সেলাই করা হয়েছিল। তার পরেও ৩১ সপ্তাহে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়, প্রথমে লেবার এরেস্ট করার চেষ্টা করা হয় কিন্তু সম্ভব হয় না বিধায় জরায়ু মুখের সেলাই কেটে দিয়ে ১ম ১১০০গ্রাম ওজনের কন্যা শিশু ডেলিভারি করা হয় গত ১৩/৫/২০ শিলাঙ্গন হাসপাতালে, সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিবি এম সি বি হাসপাতালের নবজাতক ইউনিট এ ভর্তি করা হয়।
.
আর এদিকে মায়ের ২য় বাচ্চার থলি অক্ষত থাকায় এবং ব্যাথা একদম কমে যাওয়ায়, রোগী ও তার স্বামীর সঙ্গে গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ব্যাপারে এবং এর লাভ ক্ষতি নিয়ে আলাপ করা হয়। এর দিন পর , তাকে সি বি এম সি বি তে আমার অধিনেই হস্তান্তর করে রাখি এবং গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ব্যাবস্থা নেওয়া হয়। তিনটি আল্ট্রাসনোগ্রাম করা হয়।পরবর্তী তে গত ২২/৬/২০ তারিখে ঐ মা ২.২ কেজি ওজন সম্পন্য পুত্র সন্তানের জন্ম দেন।বর্তমানে তার দুটো সন্তান ই সুস্থ আছে। আগামী কাল এই দম্পতি তাদের দুসন্তান নিয়ে ই বাড়িতে যাবে। উল্লখ্য ১ম কন্যা তার জন্মের ৫ দিন পর থেকে ই বাড়িতে ছিলো। এমন ৩৯ দিন পর কোন inter twin প্রসবের ঘটনা বাংলাদেশে এর পূর্বে ঘটেছে কিনা। আমার জানা নেই।
Courtesy :
Dr. Shila Sen
Professor of Gynae & obs
.
এই করোনা কালীন সময়ে ঘটেছে এক অবাক ঘটনা। বলছি এক জমজ শিশু জন্মের কথা,ওদের দু'জনে র জন্মের সময়ের ব্যাবধান ৩৯দিন। জমজ শিশু দের জন্মের সাধারন ব্যাবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে৩০মিনিট। বলা হয় ১৫মিনিটের মধ্যে হলে ভালো, না হলে ২য় শিশুর ক্ষতি হওয়ায় সম্ভাবনা বেশি হয়। এখন বিশেষ ঘটনা টা বলি। রোগীর কাছে অনুমতি নিয়ে ই নাম প্রকাশ করছি। মিসেস রীতা ২৮বছর,এসে ছিল গাজীপুর থেকে, বিয়ে হয়েছে সারে তিন বৎসর, এর ই মধ্যে তার সাত মাসের গর্ভকালীন বাচ্চা প্রি টার্ম বেবি হয়ে মারা গেছে।
.
তাই এবার যখন twin pregnancy ধরা পরলো তখন প্রথম থেকে ই তার জন্য অতিরিক্ত সাবধানতা ছিলো, এবং এই জন্য সাড়ে তিন মাসের সময় জরায়ু মুখে সেলাই করা হয়েছিল। তার পরেও ৩১ সপ্তাহে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়, প্রথমে লেবার এরেস্ট করার চেষ্টা করা হয় কিন্তু সম্ভব হয় না বিধায় জরায়ু মুখের সেলাই কেটে দিয়ে ১ম ১১০০গ্রাম ওজনের কন্যা শিশু ডেলিভারি করা হয় গত ১৩/৫/২০ শিলাঙ্গন হাসপাতালে, সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিবি এম সি বি হাসপাতালের নবজাতক ইউনিট এ ভর্তি করা হয়।
.
আর এদিকে মায়ের ২য় বাচ্চার থলি অক্ষত থাকায় এবং ব্যাথা একদম কমে যাওয়ায়, রোগী ও তার স্বামীর সঙ্গে গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ব্যাপারে এবং এর লাভ ক্ষতি নিয়ে আলাপ করা হয়। এর দিন পর , তাকে সি বি এম সি বি তে আমার অধিনেই হস্তান্তর করে রাখি এবং গর্ভাবস্থা চালিয়ে যাওয়ার ব্যাবস্থা নেওয়া হয়। তিনটি আল্ট্রাসনোগ্রাম করা হয়।পরবর্তী তে গত ২২/৬/২০ তারিখে ঐ মা ২.২ কেজি ওজন সম্পন্য পুত্র সন্তানের জন্ম দেন।বর্তমানে তার দুটো সন্তান ই সুস্থ আছে। আগামী কাল এই দম্পতি তাদের দুসন্তান নিয়ে ই বাড়িতে যাবে। উল্লখ্য ১ম কন্যা তার জন্মের ৫ দিন পর থেকে ই বাড়িতে ছিলো। এমন ৩৯ দিন পর কোন inter twin প্রসবের ঘটনা বাংলাদেশে এর পূর্বে ঘটেছে কিনা। আমার জানা নেই।
IN English:
This is a strange thing that happened during the Corona period. Speaking of the birth of a twin child, the interval between the births of the two of them is 39 days. Normal birth intervals for twins are usually 20 to 30 minutes for normal delivery. It is said that it is better if it is done within 15 minutes, otherwise it is more likely to harm the second child. Now let me tell you about a special event. I am publishing the name with the permission of the patient. Mrs. Rita, 26, came from Gazipur, married in Surrey for three years, during which time her seven-month-old baby died as a pre-term baby.
.
So this time when the twin pregnancy was caught, there was extra caution for her from the beginning, and for this, the cervix was stitched for three and a half months. Even after 31 weeks, she was admitted with labor pain. At first, attempts were made to arrest her but it was not possible. Since the uterine cervix was cut, the baby girl weighing 1100 grams was delivered to Shillong Hospital on 13/5/20, where she was given first aid by CB. Admitted to the neonatal unit of MCB Hospital.
.
Meanwhile, the mother's 2nd baby's pouch is intact and the pain is reduced The patient and her husband are discussed about continuing the pregnancy and its risk benefit. After that day, I transferred her to CBMCB under my care and arrangements were made to continue the pregnancy. Three ultrasonogram were done. Later on 22/7/20, the mother gave birth to a son weighing 2.2 kg. At present, her two children are healthy. Tomorrow the couple will go home with their two children. Note that the 1st daughter was at home 5 days after her birth. After 39 days, no inter twin delivery has happened in Bangladesh before.
Dr. Shila Sen
Professor of Gynae & obs
No comments